প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২১:১২

শাজাহানপুরে মাদ্রাসা ও কবরস্থানের টাকা আত্নসাতের প্রতিবাদে মানববন্ধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
শাজাহানপুরে মাদ্রাসা ও কবরস্থানের টাকা আত্নসাতের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শাজাহানপুরে চোপীনগর মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও গণ কবরস্থানের টাকা আত্নসাতের প্রতিবাদ ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসি।

বৃহস্পতিবার বাদ আসর চোপীনগর মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার দু’পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদ্রাসা ও কবরস্থান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিষ্ঠানের টাকা আত্নসাত
করেছেন। সে বিষয়ে প্রতিবাদ করায় তারা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। অবিলম্বে আত্নসাতকৃত টাকা প্রতিষ্ঠানকে ফেরত দেয়ার পাশাপাশি মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, আবু বক্কর, মিলু, রাব্বী
প্রমুখ। এছাড়া মাদ্রাসা কমিটির সহ-সভাপতি রইচ উদ্দিন, আব্দুর রহমান, মনিরুজ্জামান নাইচ, জাহিদুল ইসলাম, সেকেন্দার আলী, আব্দুল
হান্নান, হযরত আলী, সাইফুল ইসলাম, লাল মিয়া, মগরেব আলী, নজরুল ইসলাম, ইয়াকুব আলী, শাহীন আলম, মোখলেছার রহমান সহ স্থানীয় নারী- পুরুষ ও শিশু-কিশোররা এতে অংশ নেন।

উপরে