প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২১:১৯

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রের আত্নহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রের আত্নহত্যা

পরিবারের কাছে মটরসাইকেল আবদার, দিতে অস্বীকার করায় অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে পলাশ (১৬) নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামে।

আত্নহননকারী স্কুল ছাত্র মুরাদপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে শেরপুর উপজেলার কুসম্বি ইউনিয়নের অন্তর্গত তাতড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ নভেম্বর) পরিবারের কাছে মোটর সাইকেলের আবদার করে স্কুল ছাত্র পলাশ। কিন্তু পরিবারের পক্ষ থেকে অস্বীকৃতি জানালে অভিমান করে সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে পরিবারের লোকজনদের জানায় সে গ্যাস ট্যাবলেট খেয়েছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম।

উপরে