প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২১:২৫

সৈয়দপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে ইঁদুর নিধন অভিযান -২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।   

“বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ ” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।

 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার ইমরান সরদার, বোতলাগাড়ী ইউনিয়নের কৃষক মো. আহাদ আলী প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে শুরুতেই অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহার উপস্থাপনায়

ইঁদুরের ক্ষতিকর নানা দিকগুলো, ইঁদুর দমনের বিভিন্ন কলাকৌশল  এবং ইঁদুর নিধন কার্যক্রমের সফলতা সম্পর্কে  বিস্তারিত মাল্টিমিডিয়া প্রজেক্টে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

 কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিনের সঞ্চালনায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, উপজেলা সহকারী কৃষি অফিসার উত্তম কুমার রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশাসহ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস্ সবুর আলমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক -কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

উপরে