পার্বতীপুরে ৫১ তম সমবায় দিবস পালিত
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় পার্বতীপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী, সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা পৌর ভবন অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় র্যালি বের করে। ফিরে এসে একই মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রব প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্হান থেকে আসা সমবায়ী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ