প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২২ ২৩:২৩

সৈয়দপুরে ব্র্যান্ড হাউস ইয়াং ষ্টার টি - ২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ব্র্যান্ড হাউস ইয়াং ষ্টার টি - ২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

নীলফামারীর  সৈয়দপুরে ব্র্যান্ড হাউস ইয়াং ষ্টার টি-২০২২ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। সোমবার সকালে স্থানীয় শেখ রাসেল মিনি  স্টেডিয়ামে ওই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখছেদুল মোমিন।

বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়নার সভাপতিত্ব টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর  পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি ও  পৌর আওয়ামী লীগের সভাপতি  মো. রফিকুল ইসলাম বাবু।

 খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, সৈয়দপুর পাইলট বালিকা  বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রাজিব উদ্দিন বাবু,  বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক,উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। 

টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় সৈয়দপুর ক্রিকেট একাডেমি টস জিতে ব্যাটিং করতে  নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৭ রান সংগ্রহ করে। আর এর জবাবে সৈয়দপুর সিটি ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। এতে সৈয়দপুর ক্রিকেট একাডেমি ১৬ রানে জয় পায়।  খেলায় সৈয়দপুর ক্রিকেট একাডেমির খেলোয়ার  মেহেদী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। 

এ টুর্ণামেন্টে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ঈশ্বরদী ও সৈয়দপুরসহ মোট ২৬টি ক্রিকেট দল অংশ গ্রহণ করছে বলে কথা জানান আয়োজক সংগঠন সৈয়দপুরের ইয়াং ষ্টার ক্রিকেট একাডেমি মো. মনোয়ার হোসেন মনু। খেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন সৈয়দপুর প্লাজার ব্র্যান্ড হাউজ এর স্বত্ত্বাধিকারী মো. আশিক হোসেন গোল্ডেন।

 

উপরে