নবগঠিত জেলা ছাত্রলীগ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার দুপুরে শহরের শেরপুর সড়কে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণকালে বগুড়া জেলা ছাত্রলীগের
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ ঘোষ, বগুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান সাব্বির, সহ-সভাপতি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক জয় কুমার দাস। সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জি,আর. নাহিদ, পৌর ছাত্রলীগ নেতা শাফিন, মুমিন, সাব্বির, রাফসান।
এসময় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে বগুড়ায় ছাত্রলীগের একটি আদর্শিক সংগঠন গড়ে উঠবে। যাদের নেতৃত্বে সকল লড়াই সংগ্রাম ও ষড়যন্ত্রকে রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।
আনন্দ মিছিল শেষে শহরের আইএইচটি প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি