প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ২০:২০

হিলিতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

দিনাজপুর প্রতিনিধিঃ
হিলিতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

দিনাজপুরের হিলিতে একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন আবিষ্কার উপস্থাপন করে।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা উদ্বোধন করেন হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
 
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
মেলায় ২৪টি স্কুলের শিক্ষার্থীরা তাদের ডিজিটাল আবিষ্কারের স্টল বসিয়েছে।
 
মেলা ঘুরে দেখা যায়, হিলি পাইল্ট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আনিছ আবিষ্কার করেছে কৃত্রিম হাত। প্রতিবন্ধী ও পঙ্গুরা তার এই কৃত্রিম হাত ব্যবহার করে সব কাজ করতে পারবেন।
 
উপজেলার বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবিষ্কার করেছে পানি দিয়ে বিদ্যুৎ এবং ভুমিকম্পের পুর্বাভাষ যন্ত্র। একটি বিদ্যুৎবিহীন গ্রামকে এই আবিষ্কারের মাধ্যমে তারা আলোকিত গ্রামে পরিণত করবে।
 
এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের ডিজিটাল উদ্ভাবনীয় আবিষ্কার তুলে ধরে।
উপরে