বগুড়ায় দন্ত চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক প্রশিক্ষন কর্মশালা
বগুড়ায় দুইদিন ব্যাপি দন্ত চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়া ব্রাঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের মফিজ পাগলার মোড় স্থানীয় একটি মোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়া ব্রাঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহম্মেদ আলম।
দুই দিনব্যাপি এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্রগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডাঃ আবু সাঈদ ইবনে হারুন।
প্রশিক্ষণে অংশ নেয় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বগুড়া ব্রাঞ্চের সহ-সভাপতি ডাঃ এ আর খান, ডাঃ ওমর খইয়ুম, ডাঃ এসকেন্দার আলী মিয়া, সাধারণ সম্পাদক ডাঃ আজিজার রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাইখ আহম্মেদ রিংকু, সাংগঠনিক সম্পাদক ডাঃ রোকনুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম ফাইনসহ আরো অনেকে।
এসময় ডেন্টালের আধুনিক প্রযুক্তি নিয়ে বিষদ আলোচনা এবং প্রজেক্টরের মাধ্যমে ডেন্টাল চিকিৎসার বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি দেখানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি