প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৮:৩২

বাবুরপুকুর শহীদ দিবস ও কুমিল্লার বেতিহারা দিবসে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
বাবুরপুকুর শহীদ দিবস ও কুমিল্লার বেতিহারা দিবসে আলোচনা সভা
আজ বিকাল উদীচী বগুড়া জেলা কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে বাবুরপুকুর শহীদ দিবস ও কুমিল্লার বেতিহারা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সিপিবি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক মরেড জিন্নাতুল ইসলাম জিন্না এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাজেদুর রহমান ঝিলাম, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, যুবনেতা সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,  বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ। 
 
বক্তারা বলেন, "যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্বপ্ন ও অঙ্গীকার থেকে বাংলাদেশ অনেক দূরে সরে গেছে। শাসকদের আপোসকামীতা, আশ্রয়-প্রশ্রয়, ক্ষমতাকেন্দ্রীক নানা হিসাব-নিকাশের কারণে, যুদ্ধাপরাধীরা এখন মুক্তিযুদ্ধের চেতনা ও ভিত্তির ওপর আঘাত হানছে। দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে হলে, মুক্তিযুদ্ধের পুনর্জাগরণ ঘটাতে হবে।"
 
নেতৃবৃন্দ আরো বলেন, "মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করার মধ্য দিয়েই  বাবুরপুকুর ও বেতিয়ারার শহীদসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উজ্জীবিত বাম-গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটাতে হবে। দেশ থেকে সকল প্রকার শোষণ, বৈষম্যের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনার সংগ্রাম জোরদার করতে হবে। "
 
এর আগে বেলা ৯ টায় সিপিবি বগুড়া জেলা কমিটি ও ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটি বাবুরপুকুর বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।
উপরে