প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ১৮:৩৬

ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে- মজনু

প্রেস বিজ্ঞপ্তি
ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে- মজনু

বগুড়া জলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ এদেশের লড়াই সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভুমিকা পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। লড়াই সংগ্রামে সবসময় সামনে থেকে আন্দোলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ সবসময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। অতীতের মতো ছাত্রলীগকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। যারা এদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সম্বোধন করত, আজ তারাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে আখ্যায়িত করেন।
 

তিনি শুক্রবার বেলা ১২টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। এর আগে কয়েক হাজার নেতাকর্মী  নিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দ শহরে আনন্দ র‌্যালী শেষে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা’র সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, ছাত্রলীগ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে অত্যাচার নির্যাতন সহ্য করে প্রতিরোধ গড়ে তুলেছিলো ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো ছাত্রলীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে ছাত্রলীগের নেতাকমীর্দের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
 

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেতা এড. আব্দুল মতিন পিপি, আবুল কালাম আজাদ, শাহরিয়ার আরিফ ওপেল, এড. জাকির হোসেন নবাব, শাহ আখতারুজ্জামান ডিউক, আব্দুল্লাহ  আল রাজি জুয়েল, নাসরিন রহমান সীমা, আনিছুজ্জামান মিন্টু, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক, এবিএম জহুরুল হক বুলবুল, এসএম শাহজাহান, আশরাফুল ইসলাম মন্টু, আ.ন.ম আহসানুল হক, রোমানা আজিজ রিংকি, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, সামছুদ্দিন শেখ হেলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মন্টি, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসিমুলবারী নাসিম, লিটন, সহ জেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিটের ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকমী উপস্থিত ছিলেন।

উপরে