প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২২ ২০:০৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাহুল ট্রেন দুর্ঘটনায় নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাহুল ট্রেন দুর্ঘটনায় নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগর বন্দর কালিপাড়া গ্রামের শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন এর নাতি ও মরহুম শাহরিয়ার নাইছের ছেলে ২০১৬ এস.এস.সি ব্যাচের মেধাবী ছাত্র ও খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ^ বিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ১৮ ব্যাচের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ রিদওয়ানুল হক রাহুল (২২) শুক্রবার জয়পুরহাট রেলষ্টেশনে দুর্ঘটনাবসত ট্রেনে কাটা পড়ে নিহত হন। ইন্না লিল্লাহি .....রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, সে খুলনা বিশ^বিদ্যালয় থেকে ছুটিতে ট্রেন যোগে  বাড়ী ফেরার পথে সান্তাহার জংসন ষ্টেশনে নামার কথা ছিল ঘুমের ঘোরে জয়পুরহাট ষ্টেশনে চলে আসে। একপর্যায়ে শুক্রবার ভোর রাত ৪.০০ টায় তরিঘরি করে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার দেহটি ছিন্ন-বিচ্ছন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত রাহুল শিশু  বয়সেই পরিবারের একমাত্র পুত্র সন্তান তার বাবা নাইছ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ এশা মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মোল্লা, শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ার‌্যান শহিদুল ইসলাম শহীদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর শামছুদ্দোহা শামীম, বিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন ইকবাল, শিক্ষক তাজমিলুর রহমান সাইদুর, সুচিন্ত সরকার, আরিফ আনজুম, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, প্রদীপ মোহন্ত, আব্দুর রউফ রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী হাজিজার রহমান প্রমুখ। 

 

উপরে