প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২২ ২১:২১

পঞ্চগড়ে সাংবাদিকের বাসায় চুরি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সাংবাদিকের বাসায় চুরি

দি ডেইলী অবজারভার ও দৈনিক দেশ রূপান্তরের পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদের পঞ্চগড় শহরের ডোকরোপাড়ার বাসায় চুরি হয়েছে। রোববার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা দরজার তালা খুলে ভেতরে ঢুকে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

এসময় তিনি স্বস্ত্রীক ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে সাংবাদিক শহীদ প্রকৃতির ডাকা সাড়া দিতে ঘুম থেকে উঠলে দেখেন দরজা খোলা, আলমারীর ড্রয়ারগুলো এলোমেলো। এ সময় দেখেন ল্যাবটপ, মোবাইল ও নগদ টাকা নেই।

এ ঘটনায় পঞ্চগড় থানায় তিনি একটি মামলা দায়ের করেছেন। সকালে খবর পেয়ে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা বলেন, সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। জড়িতদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে তৎপর রয়েছে। পঞ্চগড় জেলা শহরে ইদানিং ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এর আগে একই এলাকার বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দারের ল্যাপটপ চুরি হয়। এছাড়া শিক্ষক আলী হোসেন ও শাহজাহান বাশারের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

উপরে