প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২ ১৯:৪০

সাপাহারে আম চাষীদের নিয়ে ইনতেফা’র আলোচনা সভা

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে আম চাষীদের নিয়ে ইনতেফা’র আলোচনা সভা

নওগাঁর সাপাহারে কম খরচে হপার দমন, চকচকে ও দাগমুক্ত আম উৎপাদনের জন্য উপজেলার আম চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইনতেফা কিটনাশক কোম্পানির আয়োজনে সাপাহার জেলা পরিষদ ডাকবালায় উপজেলার আম চাষীদের কম খরচে হপার দমনে চকচকে ও দাগমুক্ত আম উৎপাদনের জন্য কৃষকদের ভরসা ইনতেফা’র অন্যতম কিটনাশক জুবাস, জাহিম, জাদীদ, কাফা, তারেদ ও আরবা বলে জানান কোম্পানীর রিজিওনাল ম্যানেজার নওগাঁ রিজিওন মো: আবু সাইদ।

 এসময় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন  টেরিটরি অফিসার আনোয়ার হোসাইন সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে উপজেলার শতাধিক আম চাষী উপস্থিত ছিলেন।

 

উপরে