প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২ ২৩:১০

শাজাহানপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
শাজাহানপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে বন্যা কবলিত বিল কেশপাথর থেকে বড় পাথার পর্যন্ত মাটির রাস্তা পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাস্তায় পূর্ণ নির্মাণ কাজের শুভ করেন ৪২ বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলি) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের লীগের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহমেদ চুপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবলু,এমপি প্রতিনিধি নজরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প
সভাপতি ইউপি সদস্য লাভলী আক্তার,প্রকল্প সেক্রেটারি ইউপি সদস্য আব্দুল বাসেত,আওয়ামী লীগ নেতা জুয়েল, চুপিনগর ইউনিয়ন যুবলীগ
সভাপতি মোস্তাফিজুর রহমান,যুবলীগ নেতা রেজাউল করিম কান্টু,আপেল মাহমুদ প্রমূখ।

জানাযায়,শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহমেদের প্রস্তাবনায় এমপ্#ি৩৯;র বরাদ্দকৃত (৬৩ মেট্রিক টন চাল) কাবিখাঁ প্রকল্প বিল কেশপাথর হইতে বড় পাথার পর্যন্ত রাস্তায় মাটি ভরাট মাধ্যমে পূর্ণ নির্মাণ কাজ হচ্ছে। রাস্তা নির্মাণ কাজ শেষে হলে বন্য দুর্গত এ অঞ্চলের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

উপরে