প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২ ১৩:৪৪

বাগেরহাটে পাচারকালে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার, তিনজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
বাগেরহাটে পাচারকালে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার, তিনজনের কারাদণ্ড

বাগেরহাটে অবৈধভাবে পাচারকালে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার করেছে র‍্যাব। এছাড়া পাচারে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন পাচারকারীকে দারাদণ্ড দেওয়া হয়েছে।  

জানা গেছে, শুক্রবার র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় কিছু পাচারকারী অবৈধভাবে বন্যপ্রাণী পাচার করছে। এই সংবাদের পর আভিযানিক দলটি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বয়রার বিভাগীয় বনকর্মকর্তার সমন্বয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বন্যপ্রাণী কচ্ছপ পাচারের দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী মাদারীপুরের মনিরুজ্জামান (৩৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের আরিফুল ইসলাম বাচ্চু (৩৭) ও বাগেরহাটের ফকিরহাটের দিলীপ রায় (৩৫)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় তাদের তাদের কাছ থেকে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলো খুলনার বয়রায় বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

উপরে