প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২ ২০:৪৩

নতুন কমিটির কাছে নজরুল গবেষণা কেন্দ্রের দায়িত্ব হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি
নতুন কমিটির কাছে নজরুল গবেষণা কেন্দ্রের দায়িত্ব হস্তান্তর

বগুড়ার মোকামতলায় গত শুক্রবার নজরুল গবেষণা কেন্দ্র বগুড়ার নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রতন বিশ্বাস কে সভাপতি এবং কবি আব্দুস সালামকে সাধারণ স¤পাদক হিসেবে মনোনীত করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আর.এ.এম. তারেক তার বক্তব্যে বলেন, নজরুল গবেষণা কেন্দ্র সবার জন্য উন্মুক্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেও তাকে নিয়ে খুব বেশি কাজ হয় না। গবেষণাও খুব বেশি হয় না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখায় সব শ্রেণীর মানুষের কথা বলে গেছেন তিনি সাম্যের কবি ছিলেন। আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আর এ এম তারেক-কে নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপরে