প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২ ১৯:০৪

আদমদীঘি উপজেলা সবুজ আন্দোলন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘি উপজেলা সবুজ আন্দোলন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব সর্ম্পকে জনসচেনতা সৃষ্টির লক্ষে গঠিত বগুড়ার আদমদীঘি উপজেলার নব-গঠিত সবুজ আন্দোলন কমিটির অভিষেক ও পরিবেশ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে গত রবিবার (২০ নভেম্বর)বিকেল সাড়ে ৫টায় উপজেলার সান্তাহার পৌরসভা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পী সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সারাদেশে বর্জ্যব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে জায়গা অধিগ্রহন করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নীতি প্রণয়ন করতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের পরিবেশ বিপর্যয় রোধে বেশী বেশী কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচনা হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির পরিচালনা পরিষদের পরিচালক অধ্যক্ষ নাদিয়া তনু। কেন্দ্রীয় সবুজ অন্দোলন কমিটির ছাত্র বিষয়ক যুগ্মসম্পাদক নেহাল আহম্মেদ প্রান্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন,সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল কাদের জিলানী,প্রথম অলোর সাংবাদিক খায়রুল ইসলাম,সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাগর খান,সহ-সভাপতি মিহির কুমার সরকার,সবুজ আন্দোলন উপজেলা কমিটির নেতা নাসিব আরেফিন নিবির,রুহুল পারভেজ,আবু বক্কর সিদ্দিক,সজিব হাসান,আহসান হাবিব শিমুল,এমরান হোসেন,শামিম হোসেন প্রমূখ।

উপরে