প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৯:১৯

টিএমএসএস মম ইন বিনোদন জগতে মাসব্যাপী উদ্যোক্তা মেলা

প্রেস বিজ্ঞপ্তি
টিএমএসএস মম ইন বিনোদন জগতে মাসব্যাপী উদ্যোক্তা মেলা

বগুড়ায় মম ইন বিনোদন জগতে জাতীয় ভিত্তিক মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তাগণ বিপণন কেন্দ্র স্থাপন করে অতি উন্নতমানের সামগ্রী অভাবনীয় রেয়াতি দরে (বিশেষ ছাড়ে) বিক্রয় করছেন।

সোমবার ওয়াল্ড ব্যাংকের গ্লোবাল প্রাকটিজ ম্যানেজার (হেলথ নিউট্রিশন এন্ড পপুলেশন) সাউথ এশিয়া রিজিওন তৃণা হক এই মেলা পরিদর্শন করে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অনেক প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন মেলায় অংশগ্রহণ করে মালামাল ক্রয়ের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তিনি নিজেও অনেক পন্য ক্রয় করেছেন। দেশে উৎপাদিত এরূপ গুণমান সম্পন্ন সামগ্রী উৎপাদকগণের প্রতি সরকারের সর্বত সহায়তা করা মানে দেশকে উন্নত করা।

টিএমএসএস নির্বাহী পরিচাল অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ব্যক্তিগত ভাবে মিজানুর রহমান মানিক এবং তার দলকে এই মেলা আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মেলায় শিশুদের বিনোদনের একাধীক রাইড রয়েছে। আছে দেশী খারারের দোকান। গৃহ সজ্জার সরঞ্জাম সহ শিশুদের খেলনার দোকান।এছাড়াও মম ইন বিনোদন জগৎ এর খোলামেলা প্রাকৃতিক পরিশে ভ্রমনের সুযোগ।
 

উপরে