শিবগঞ্জে তিন ফসলী কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বাজার সংলগ্ন আবাদী তিন ফসলী জমিতে বিধি বহির্ভূত ভাবে পুকুর খননের লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়ের করেছেন এলাকা বাসির পক্ষে আশরাফ আলী।
তিনি লিখিত অভিযোগে জানান, শ্রী বিষ্ণ চন্দ্র লাল এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় আটমূল ইউনিয়নের পরামান্দপুর মৌজার ৯৯ খতিয়ানের ৩০৬/৩০৯ দাগের একাধিক তিন ফসলী কৃষি জমিতে পুকুর খনন করছে। বর্তমান সরকার যখন খাদ্য ঘাটতি লাঘবের জন্য সকল কৃষি জমিতে ফসল উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিন ফসলী কৃষি জমিতে স্থাপনা, পুকুর খনন ও জমির উপরি ভাগের মাটি খনন করতে নিষেধাজ্ঞা আরোপ করলেও প্রভাবশালীরা সরকারের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করে এ খনন কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে এলাকার অতি উর্ব্বর কৃষি জমি কমে আসছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, উক্ত জমির মাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত
জমিতে এক্সসেলেটর (ভেকু) দ্বারা মাটি খনন করে ট্রাক যোগে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাওয়ার ফলে এলাকার পিচ ঢালা সড়কের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে এবং এলাকার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন কেজি স্কুলের কমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ঝুকির
সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে যে কোন সময় সড়ক দুর্ঘটনায় শিশুদের প্রাণ হানির সম্ভাবনায় উৎকন্ঠার মধ্যে রয়েছে অভিভাবকবৃন্দ।
বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ