বগুড়ায় ১৩ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকা থেকে ১৩০ গ্রাম হেরোইনসহ জিবরনী শেখ (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। জিবরনী নাটোরের মল্লিকহাতি গ্রামের আফসার আলীর ছেলে। র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাসে তল্লাশী চালিয়ে জিবরনী শেখ কে আটক করা হয়। এসময় তার কাছে ১৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়। জিবরনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক