সৈয়দপুরে বন্ধ ঘর থেকে তিন দিন পর লন্ড্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে বখতিয়ার হোসেন (৪০) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যুর তিন দিন পর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায়। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ঘটনাটি টের পেয়ে মরদেহটি উদ্ধার করেন প্রতিবেশিরা।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের উল্লিখিত এলাকার দারুল উলুম মাদ্রাসা রোডের মৃত. সালামত মিয়ার ছেলে বখতিয়ার হোসেন। তিনি বাবার রেখে যাওয়া টিনসেট পাকা বাসায় মানসিক ভারসাম্যহীন অবিবাহিতা দুই বোনকে নিয়ে বসবাস করেন। তাঁদের নিজের বাসা সংলগ্ন তাঁর একটি লন্ড্রির দোকান রয়েছে। গত তিনদিন যাবৎ বখতিয়ারের লন্ড্রি দোকানটি বন্ধ ছিল। ফলে এলাকার মানুষজন কাপড় লন্ড্রি করতে পারছিলেন না। এ অবস্থায় শুক্রবার দুপুরের দিকে এলাকার এক ব্যক্তি বখতিয়ারের খোঁজে তাঁর দোকানে যান। এরপর দোকান সংলগ্ন বাসার গেটে বখতিয়ারের নাম ধরে ডাকাডাকি করেন। এ সময় বাসা থেকে তাঁর এক মানসিক ভারসাম্যহীন বোন বেরিয়ে আসেন।
এ সময় তিনি জানান, বখতিয়ার নেই, মরে গেছে। এ কথা শুনে ওই ব্যক্তি বাসার ভেতরে গিয়ে বন্ধ একটি কক্ষের বিছানায় বখতিয়ারের মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশিদের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সহায়তাকারী প্রতিবেশি মীর ইরফান আলী শিমুল বলেন, এ সময় মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
মৃত. বখতিয়ারের বড় ভাই এখলাক মিয়া (৫০) শহরের মুন্সিপাড়ায় ভাড়া করা বাসায় থাকেন। তিনি বলেন, ছোট ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। আর দুই বোন মানসিক ভারসাম্যহীন হওয়ায় তারা বখতিয়ারের মৃত্যুর সংবাদটি কাউকে জানাতে পারেনি। তিনি ভারসাম্যহীন বোন মাহাতারার বরাত দিয়ে বলেন, সম্ভবত গত বুধবার কোন এক সময় মারা যান বখতিয়ার।
সৈয়দপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বেলাল আহমেদ জানান,পরিবারের সদস্যরা সবাই মানসিক রোগী। তাঁরা এলাকার মানুষের সাথে কোন রকম মেলামেশা করেন না। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: