সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের হামিউস সুন্নাহ্ ফয়জুল উলুম ক্বওমী মাদ্রাসায় ওই ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়ার আবুল কাশেম বাবুর ছেলে।
এদিকে, আজ শনিবার সকাল ১০টার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতির সময় আত্বীয়-স্বজন ও এলাকার লোকজন থানায় জড়ো হন। তাঁরা ময়নাতদন্ত না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। কিন্তু পুলিশ আত্মীয়স্বজনদের অনুরোধ উপেক্ষা করে ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠান। নিহত ছাত্রের বাবা আবুল কাশেম বাবু জানান, আমার ছেলে দূর্ঘটনায় মারা গেছে। এ ঘটনায় কেউ দায়ী নয়। পুলিশকে লিখিত অনাপত্তি দেয়া সত্ত্বেও মরদেহের ময়নাতদন্ত করছে। মানবিক বিষয়টি পুলিশ এড়িয়ে গেল।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি