সৈয়দপুরে আগুনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই
নীলফামারীর সৈয়দপুরে এক অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন ।
শনিবার ভোর সড়ে চারটার দিকে শহরের শহীদ জহুরুল হক সড়কের ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে শহরের উল্লিখিত সড়কে আকস্মিক আগুনের ঘটনা ঘটে। মুর্হুতের মধ্যে এ আগুন খাদ্য সামগ্রীর দোকান ভলু স্টোর, আরিফ স্টোর, ফয়সাল সেলুন, এজাজ ট্রেডার্স ও রাব্বি স্টোর নামের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু তার আগেই উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল সহ সব কিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। এতে পাশে থাকা আরও ৫-৬ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত বলা যাবে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাপ নিরুপণের চেষ্টা চলছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি