পঞ্চগড়ে সহস্রাধিক বয়স্ক রোগির চোখের চিকিৎসা প্রদান
পঞ্চগড়ে দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্পে এক হাজার ১২ জন রোগিকে ব্যবস্থাপত্রসহ ওষুধ, ২১৩ জন রোগিকে চশমা ও ১০৫ জন রোগিকে বিনামূল্যে চোখের ছানী অপারেশনের জন্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদে ওই চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেসরকারি সংস্থা রিক। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রিক’র উপ পরিচালক আবু রিয়াদ খান, প্রবীন কল্যান সংস্থার কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসী বেগম, আঞ্চলিক সমন্বয়ক ফারুক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রিক’র এরিয়া ম্যানেজার আব্দুল মালেক ।
আয়োজকরা জানান, অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমান খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দূ:স্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভূগছেন এবং প্রয়োজনীয় মুহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার নূন্যতম সুযোগ পাচ্ছেনা। সেই সকল প্রবীণদের চিহ্নিত করে ‘রিক’ এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে এই চক্ষু শিবিরে।

পঞ্চগড় প্রতিনিধি