আমাদের মাথা থেকে কিছু শব্দ চিরতরে মুছে ফেলতে হবে
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম-সেবা) বলেন, আমাদের মাথা থেকে কিছু শব্দ চিরতরে মুছে ফেলতে হবে। যে শব্দ গুলো আমরা আর কখনই বললো না যেমন কানা, খোড়া, ন্যাংড়া ও বোবা সহ এরকম আরো শব্দ। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা করার জন্য ২০১৩ সালে আইন প্রনয়ন করেছে। সমাজে প্রতিবন্ধী মানুষদের অন্তভূক্তি অত্যন্ত জরুরী বিধায় বাংলাদেশের প্রতিটি থানায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক সার্ভিস ডেস্ক চালু করেছে। ডাব্লিউডিডিএফ এর সাথে জেলা পুলিশের এমওইউ আছে সেটি দিয়ে আমরা একত্রে কাজ করে যাচ্ছি। ডাব্লিউডিডিএফ এর মহতি সকল উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, ডাব্লিউডিডিএফ তারা যেভাবে কাজ করছে তা অব্যাহত থাকুক। প্রতিবন্ধী মানুষেরা অনেক শারিরিক ও মানুষিক যন্ত্রণা নিয়ে বসবাস করেন। বেশির ভাগ মানুষিক যন্ত্রণা সমাজ থেকে নেতিবাচক আচরণের কারণে হয়ে থাকে। গত শনিবার বগুড়ার বনানীস্থ এলাকার সিয়েন্তা কনফারেন্স হলরুমে উইমেন উইথ ডিজিএ্যবিলিটিজ ডেভেলোপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এর উদ্যোগে এ্যরো এবং ইউনাইটেড ট্রাস্ট ফান্ড (ইউএনটিএফ) এর আর্থিক সহায়তায় প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণ (প্রভা) প্রকল্পের আওতায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ভার্চুয়ালে সেমিনারের উদ্বোধন করেন এবং সেমিনারে সভাপতিত্ব করেন ডাব্লিউডিডিএফ এর সভাপতি শিরিন আক্তার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, ডাব্লিউডিডিএফ এর নির্বাহি পরিচালক আশরাফুন নাহার মিষ্টি, কর্মসূচী সমন্বয়কারী হুমায়ন কবির, প্রজেক্ট কো-অডিনেটর শারমিন আক্তার দোলন,বগুড়া অফিসের প্রজেক্ট কো-অডিনেটর আব্দুল্লাহ আল ফয়সাল, কমিউনিটি মবিলাইজার ফারহানা খাতুন, গোলাম কিবরিয়া,মাহফুজা সিদ্দিকা মুক্তা সহ ইউ পি চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক। উক্ত সেমিনারে ফেমিনিস্ট লিডারশীপ এবং মেন্টরশীপ কার্যক্রমের আওতায় উইমেন গেইনিং গ্রাউন্ড প্রকল্পের অর্থ সহায়তায় ডাব্লিউডিডিএফ এর ৯ জন প্রতিবন্ধী নারীর ক্ষমতায়ন সহায়তা ও ২ জন প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ