আদমদীঘিতে তিন দিনব্যাপী প্রশিক্ষনের উদ্ধোধন
বগুড়ার আদমদীঘিতে হোটেল মালিক,শ্রমিক ও অন্যান্যজনদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে তিন দিনব্যাপী
প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা আইন শৃংখলা কমিটি এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) এর সহায়তায় উপজেলা হলরুমে মঙ্গলবার সকাল ১০টায় তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। উদ্ধোধনী কর্মশালায় ভাচ্যুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প (জাইকা) এর আশরাফ মাহমুদ, উপজেলা প্রশাসিনক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ