পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত
পঞ্চগড়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আকতার, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মো. আমির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়াউদ্দীন প্রমূখ। দিবসটি উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.এস এম শরীফ আফজাল।

পঞ্চগড় প্রতিনিধি