প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২২ ২১:০৯

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা বিষয়ে কর্মশালা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা বিষয়ে কর্মশালা

নীলফামারীর সৈয়দপুরে কোভিড -১৯ প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলমান টিকা প্রদান বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের সমন্বয়ে  এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে ওই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ  রেজওয়ান হায়াত।  

এতে রিসোর্স পারসন ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (পিএ টু ডিজি) মো. হাবিবুর রহমান।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিক, নীলফামারী সহকারী জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, জলঢাকার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা  মোসফেকুর রহমান, সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান খান, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ফাতেমা পারভীন। 

দিনব্যাপী কর্মশালায় নীলফামারীর ছয়টি উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী  উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশ  নেন।
প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত ও উদ্বুদ্ধকরণে বিশেষ গুরুত্বারোপ করেন।

 

উপরে