পার্বতীপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
ইন্টারনেটে আসক্তির ক্ষতি এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পর্যায়ে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আমজাদ হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান। মেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের অংশগ্রহনে ৪০টি স্টল নিজেদের উদ্ভাবনী বিষয় প্রদর্শণ করেন সংশ্লিষ্টরা।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ