প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ২১:১২

বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের কলোনী সংগঠন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বর্ষপূতির কেক কাটা হয়। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।  

নন্দন শিল্পি গোষ্ঠীর সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এ বি এম জিয়াউল হক বাবলা, উপদেষ্টা খলিলুর রহমান চৌধুরী, ডা. এস এম আব্দুল মোমিন রতন। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জামিউল হাসান রুপন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ সোহেল আহম্মেদ, জমির আলী, কার্যনির্বাহী সদস্য মাহমুদ কাজল নুর, মামুনুর রশিদ মামুন, হাসান আলী, শাজাহান আলী, আব্দুস সালাম, নুরুল ইসলাম নুরু, আব্দুস সামাদ প্রধান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক আরজু, সুচন্দন সরকার চন্দন, মতিউর রহমান মতি, আব্দুল জলিলসহ প্রমুখ।  শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। 

 

 

উপরে