পোরশায় তালের রস নামাতে গাছ থেকে পড়ে ক্ষুদ্রনৃগোষ্ঠীর মৃত্যু
নওগাঁর পোরশায় তালের রস নামাতে গিয়ে গাছ থেকে পড়ে সুধির(৪০) নামের এক ক্ষুদ্রনৃগোষ্ঠীর মৃত্যু হয়েছে। মৃত সুধির(৪০) উপজেলার রনাইল ক্ষুদ্রনৃগোষ্ঠী পাড়ার কালুর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত সন্ধা সাড়ে ৭টার সময় সুধির তার বাড়ীর ধারে একটি গাছের রস নামাতে তালগাছে উঠে। গাছে উঠতে গিয়ে তিনি পড়ে যান। আহত অবস্থায় তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাখা হয়। ঐ রাতেই তিনি বাড়িতে মারা যান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :