পোরশায় কৃষকদের মাঝে গম সরিষা বীজ ও জৈব সার বিতরণ
নওগাঁর পোরশায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) সংস্থার ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় পিসিআরসি প্রকল্পের আয়োজনে “জলবায়ু অভিযোজিত কৃষি প্রযুক্তির উদ্ভাবন, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রসারের আওতায় ২১ জন উপকারভোগী কৃষকের মাঝে “তাপ সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বারি-৩৩ গম ও বারি-১৪ সরিষা বীজ এবং জৈব সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। এসময় সংস্থার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন, ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :