প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২২ ২০:১৩

সৈয়দপুরে হাজারীহাট উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে হাজারীহাট উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র’র নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন উপস্থিত  থেকে নতুন ভবনের ভিত্তির মাটি কেটে ওই কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা গভর্নেন্স ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইউজিডিপি) আওতায় জাইকার অর্থায়নে হাজারীহাট উপস্বাস্থ্য কেন্দ্রটির নতুন ভবনের নির্মাণ করা হচ্ছে। এতে মোট ব্যয় বরাদ্দ ধরা হচ্ছে প্রায় ৫৫ লাখ টাকা। দুইটি গ্রুপে স্থানীয় সায়েম এর্ন্টারপ্রাইজ এবং রাফাত এন্টারপ্রাইজ নামের দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ করছে।

 

 

উপরে