প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:৩৬

বগুড়ায় ভবার রাধা-মাধবজী নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এসপি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ভবার রাধা-মাধবজী নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এসপি
শুক্রবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পালপাড়া ভবার রাধা-মাধবজী নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
 
অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন গাবতলী-সারিয়াকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মোর্শেদ এবং গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ভবার রাধা-মাধবজী নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও মন্দির চত্বরে অর্জুন বৃক্ষ রোপন। অনু্ষ্ঠানে মন্দির কমিটির পক্ষথেকে পুলিশ সুপারকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
 
অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য দেন ধন্যগোপাল সিংহ, সভাপতি, গাবতলি পূজা উদযাপন পরিষদ, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, প্রশান্ত রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাবতলী শাখার সভাপতি প্রশান্ত রায়, মহিষাবান মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার রায়।
 
উপরে