বগুড়ায় সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বগুড়া শহরের মাটিডালিতে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করা হয়েছে একই এলাকার বিএনপি নেতা মাইদুল ইসলাম গফুরের বিরুদ্ধে।
অভিযোগকারি বগুড়া শহরের মাটিডালি এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র রফিকুল ইসলাম। তিনি থানায় করা অভিযোগে বলেন, বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মাজাহার আলীর পুত্র মাইদুল ইসলাম গফুর, স্থানীয় কয়েলসহ কয়েকজন ব্যক্তি তাদের পৈত্রিক সম্পত্তি জোর করে নেওয়ার অপচেষ্টা করছে। বিভিন্নভাবে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর এক পর্যায়ে গত ৬ ডিসেম্বর বিকালে রফিকুলদের সম্পত্তির উপর থাকা ছ মিলে গিয়ে ম্যানেজারসহ অন্যান্যদের হুমকি ধামকি দিয়ে জমিটি তাদের বলে জানিয়ে দেয়। একই সঙ্গে এই জমিতে প্রাচীর নির্মাণ করে মাইদুল ইসলাম গফুরসহ অন্যারা ভোগদখল করবে বলেও হুমকি দেয়। অভিযুক্তরা এই জমির উপর ইট বালু রেখে সম্পত্তিটি দখলের পায়তারা করছে। তাদেরকে বাধা দিতে গেলে তারা অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে জমির মালিক রফিকুল ইসলামদের পরিবারের ক্ষতিসাধন করবে বলে দাবান শাসান করে। বর্তমানে রফিকুল ইসলামের পরিবার অভিযুক্ত মাইদুল ইসলাম এর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
জমির মালিক রফিকুল জানায় এই সম্পত্তি আমাদের পৈত্রক সূত্রে প্রাপ্য ভোগ দখলীয় সম্পত্তি। উক্ত সম্পত্তি আমিসহ আমরা ১০জন শরীক ১৯৬১ সাল থেকে ভোগ দখল করে আসছি। এই সম্পত্তি নিয়ে বিবাদী মাইদুল ও কয়েলের সহিত দীর্ঘ দিন ধরে আমাদের বিরোধ চলে আসছে। তারা পূর্ব হতে আমাদের তফসিল বর্ণিত সম্পত্তি জোরপূর্বক দখল করার পাইতারা করছে। বর্মতানে এই সম্পত্তি নিয়ে মাইদুল ইসলামসহ তার সহযোগী আরো ২ জনের বিরুদ্ধে বিজ্ঞা আদালতে একটি মামলা এখনও বিচারধীন রয়েছে। যার মামলা নং-৪/২০২২। তারপরও বিবাদীগণ অবৈধভাবে আমাদের ভোগদখলকৃত সম্পত্তি দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি