বগুড়ায় শিক্ষার্থীদের মাধ্যমে হিমালীয়ান শকুন উদ্ধার
গুড়া জেলার নন্দীগ্রামের অদূরে বড়ইহাট ইউনিয়নে মুরাদপুর গ্রামে ফসলের জমিতে হঠাৎ একটি বড় আকৃতির পাখি নামতে দেখে গ্রামবাসী। কৌতুহলবসত গ্রামের তরুনরা এটিকে আটক করে, অতপর গ্রামের প্রবীনরা এটিকে শকুন হিসেবে জানালে অনেকেই কুসংস্কারের কবলে মেরেও ফেলতে চায় কিন্তু স্থানীয় কিছু সচেতন যুবক বিষয়টি সরকারি হেল্পলাইনে অবগত করলে ‘আইইউসিএন’ ও ‘বন বিভাগ’ এর পরামর্শে এর শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ- তীর’ সরকারি আজিজুল হক কলেজের একটি উদ্ধারকারী দল এটিকে উদ্ধার করে।
এসময় তীর এর সভাপতি মো: রিফাত হাসান, সাবেক সভাপতি মো: রাকিবুল হাসান, সহ-সভাপতি মো: মুকিম মাহমুদ, সাধারণ সম্পাদক মো: হোসেন রহমান সহ চার সদস্যদের উদ্ধারকারী দল স্থানীয় সচেতন যুবকদের সাথে নিয়ে গ্রামবাসীদের শকুনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে সক্ষম হন এবং অবশেষে গ্রামবাসী এটিকে ‘তীর’ সদস্যদের কাছে হস্তান্তরে সম্মত হয়।
সরকারি আজিজুল হক কলেজেরর প্রানিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম. ইকবাল জানান, এটি “Himalayan griffon vulture” বা ‘হিমালীয়ান গৃধিনী’ শকুন জাতের পাখি। শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়–দার।শকুন বড় ডানার বৃহদাকার পাখি, এটি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মৃত ভক্ষণকারী পাখি। শকুনই একমাত্র প্রাণী যারা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষা, খুরারোগের সংক্রমণ থেকে জীবকূলকে রক্ষা করে।
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সরকারি আজিজুল হক কলেজর সভাপতি জানান, দীর্ঘ হিমালয়ের পাদদেশ থেকে বছরের এই সময়ে ঝাঁকে ঝাঁকে এদেশে আসে এই শকুন। পথেই ক্লান্ত ও খাদ্যাভাবে দূর্বল হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে পড়ে। এসময় এদের উদ্ধার ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। প্রতি বছরেই ‘তীর’ সদস্যরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শকুন উদ্ধারের কাজে বন বিভাগকে সহায়তা করে। এবছরে ইত্যেমধ্যে তিনটি শকুন উদ্ধার করেছে ‘তীর’ সদস্যরা।
বাংলাদেশের শকুন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘আই.ইউ.সি.এন- বাংলাদেশ’ এর তথ্যানুযায়ী, বাংলাদেশে সর্বশেষ ২০১৪ সালের শকুন নিয়ে শুমারির তথ্য মতে দেশে মোটে ২৬০টি শকুন রয়েছে তবে বন বিভাগের সাথে ‘আই.ইউ.সি.এন-বাংলাদেশ’ এর যৌথ প্রচেষ্টায় প্রকৃতির এই ঝাড়–দার কে স্বরূপে সরব উপস্থিতিতে ফিরিয়ে আনার বিজ্ঞান সম্মত কার্যক্রম চলমান।’
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর) শকুনসহ সকল বন্যপ্রাণী সংরক্ষণে ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে ভ’মিকার জন্য সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ এন্ড কনজারভেশন ২০২১’ এ ভূষিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি