সৈয়দপুরে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু
নীলফামারীর সৈয়দপুরে বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ শুরু হয়েছে। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজন করেছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফিতা কেটে ওই মেলার শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী, উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল-মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রবিউল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জমান রাশেদ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজাসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি রাবেয়া আলীম ও অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে। আজ সোমবার সমাপণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রজেক্ট উদ্ভাবনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার পরিসমাপ্তি ঘটবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: