বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিনের বিজয় উৎসব
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে দুইদিনের কর্মসূচি গ্রহণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ৮টায় শহীদদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং শহরের সাতমাথায় বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে দুই দিনের বিজয় উৎসবে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করবেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।

ষ্টাফ রিপোর্টার