পঞ্চগড়ে বাম্পার ফলনের সাথে দাম ভাল পাওয়ায় খুশি কৃষক
ইতোমধ্যে স্বপ্নের আমন ধান জমি থেকে কেটে এনে রাখা হয়েছে বাড়ির উঠোনে। অনেকে ‘বঙ্গা’ মেশিনে ধান মাড়াই করেছে। অনেকে রয়েছে মেশিনের অপেক্ষায়। সোনালী ধানের মৌ মৌ গন্ধে মেতেছে কৃষকের বাড়ি। অনেক কৃষাণী ব্যস্ত পিঠা পুলির আয়োজনে। আবার কেউবা ব্যস্ত সারা বছর ভাত খাওয়ার ধান সিদ্ধ করে তা রোদে শুকানো কাজে।
এবার আমনের বাম্পার ফলনের সাথে বাজার মূল্য ভাল থাকায় খুশি কৃষকও। কৃষকরা প্রয়োজনের অতিরিক্ত ধান বাজারে বিক্রয় করে তারা গম, আলু, হাইব্রিড টমেটোসহ বিভিন্ন আবাদের কাজ শুরু করে দিয়েছেন।
কৃষকরা জানিয়েছেন, পঞ্চগড়ে কৃষকদের প্রধান আবাদ প্রকৃতি নির্ভর আমন ধান। বৃষ্টির পানিতে এই ধান চাষ করার কারণে তুলনামূলকভাবে উৎপাদন খরচ বোরো ধানের চেয়ে অনেক কম হয়। গত বর্ষা মৌসূমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় আশংকায় পড়ে কৃষকরা। অবশ্য কিছুদিনের মধ্যেই পর্যাপ্ত বৃষ্টিতে একযোগে জমিতে আমন চারা লাগানোর কাজ শুরু করে কৃষকরা। চারা লাগানোর পর থেকে মৌসূমের শেষ পর্যন্ত কম বেশী বৃষ্টিপাত হওয়ায় এবার পঞ্চগড়ে আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। ইতোমধ্যে জমিতে লাগানো কষ্টের আমন ধান কেটে বাড়িতে তুলেছে কৃষকরা। ছোট ও প্রান্তিক চাষীরা ধান মাড়াইয়ের কাজও শেষ করে ফেলেছেন। ধার দেনা করে আমন ধান আবাদ করার কারণে তারা ধান বিক্রয় করে দিচ্ছেন হাট বাজারে। তাই এখন পঞ্চগড়ের সকল ছোট বড় হাট বাজার নতুন ধানের ভরে গেছে।
জেলার সদর, জগদল, টুনিরহাট, হাড়িভাসা, চাকলাহাট, ফকিরের হাট, বোদা’র ধানহাটী, ময়দানদিঘী, মাড়েয়া, তেঁতুলিয়ার ভজনপুর, শালবাহান, তিরনইহাটসহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে প্রতিমণ আমন ধান বিক্রয় হচ্ছে এক হাজার ১শ টাকা থেকে এক ৯ হাজার ২শ টাকার মধ্যে। বাজারে সবচেয়ে বেশী উঠছে পারিজাত নামের বিভিন্ন ধরণের ধান। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এবার অটো রাইস মিল মালিকরা পুরোদমে বাজার থেকে ধান কেনা শুরু না করার কারণে বাজারে ধানের দাম বাড়ছে না। ধানের বাজারে প্রতিযোগিতা তৈরী না হওয়ার কারণে ছোট ব্যবসায়ীরা ইচ্ছেমাফিক দামে ধান ক্রয় করছে। ছোট ও প্রান্তিক কৃষকরা ধান দেনা করে আমন ধান আবাদ করার কারণে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করে দেনা পরিশোধ করছেন। পঞ্চগড় জেলা সদরের বলেয়া পাড়া গ্রামের কৃষক মোজাহারুল হক জানান, এবার মানুষের জমি বর্গা নিয়ে তিনি ২ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলাম। ধান মাড়াইয়ের পর ৩৬ মণ ধান পেয়েছি। গত বছর একই জমিতে ধান আবাদ করে পেয়েছিলাম ৩০ মণ। এবার রোগ বালাইয়ের আক্রমন বেশি থাকায় ওষুধের খরচ অনেক বেশি হয়েছে। শেষ মুহুর্তে এসে আক্রমন করেছে কারেন্ট পোকা। এই পোকা জমির অনেক ধান নষ্ট করেছে। ওষুধে কোন কাজ হয়নি। নাহলে ধান আরও বেশি পাওয়া যেত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে চলতি আমন মৌসূমে পঞ্চগড় জেলায় ৯৭ হাজার ৯১৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৮৬ হাজার ৩৬০ মেট্রিক টন ধান। তবে মৌসূমের শেষে বৃষ্টিতে শেষ পর্যন্ত ৯৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছিল। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৯৭ হেক্টর বেশী। এতে করে উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।
পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন জানান, গত বর্ষা মৌসূমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় বিপাকে পড়ে কৃষকরা। অনেকে সেচ দিয়ে চারা রোপন করে। পরে অবশ্য পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় শংকা কেটে যায়। আবহাওয়া অনুকুলে থাকায় এবার পঞ্চগড়ে আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আগাম ধান কেটে গম, আলুসহ শীতকালীন শাক সবজি আবাদ করেছে। এতে করে তারা অধিক লাভবান হচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধি