মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করতে রাজাকারদের তালিকা ও বিচার করা জরুরি
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বগুড়ার সাংবাদিক নেতারা বলেছেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালতি করতে হলে রাজাকার-
আলবদরসহ যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির পাশাপাশি তাদের বিচার নিশ্চিত করা জরুরি। দেশের গর্বিত সূর্যসন্তান বুদ্ধিজীবীদের যারা হত্যা
করেছে তাদের বিচার সম্পন্ন ও সাজাপ্রাপ্তদের দণ্ড কার্যকর করারও আহ্বান জানান তারা।
বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টু। সংগঠনের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও বগুড়া
প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও এএইচএম আখতারুজ্জামান,
বিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান ও ঠাণ্ডা আজাদ, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মুরশীদ আলম, মোহন আখন্দ, তানসেন
আলম তালুকদার, বিধান চন্দ্র সিংহ, গৌরব চন্দ্র দাস, আলমগীর হোসেন, সঙ্গীত রায় বাপ্পী, আজিজ আহম্মেদ রুবেল, খায়রুল আহসান,
রাজু আহম্মেদ, সাবু ইসলাম, কামরুল ইসলাম কমল প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদ এবং জাতির পিতা ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে দিবসের সূচনালগ্ন মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিইউজে সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তি