শিবগঞ্জে কনফিডেন্স পাবলিক স্কুলে সুধী সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল এর আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিদ্যালয় চত্বর থেকে র্যাগ ডে সুধী সমাবেশ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি গুজিয়া বন্দর প্রদক্ষিণ করে। র্যালী শেষে অভিভাবক সমাবেশ
বিদ্যালয়ের শিক্ষক অসীম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের নির্বাহী পরিচালক শাহিনুর ইসলাম।
অন্যান্যদের মধে বক্তব্য রাখেন শিক্ষক মোসলেম উদ্দিন মাহিন, সরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইমরান আলি, ফিরোজ আহম্মেদ,
হনুফা খাতুন, মারুফা আক্তার প্রমুখ। সুধী সমাবেশে বিদ্যালয়ের নির্বাহী পরিচালক অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার
পাশা- পাশি এলাকার মাদক ও বাল্য বিবাহের প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে হবে।

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি,