হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আলোচনাসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-আলমের সভাপতিত্বে যথাযথা মর্যাদায় দিবসটি পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক এবং উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষার্থীসহ অনেকেই।

দিনাজপুর প্রতিনিধিঃ