লায়ন্স এবং লিও ক্লাব অব বগুড়া মহাস্থানের কম্বল বিতরণ
লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান এবং লিও ক্লাব অব বগুড়া মহাস্থানের আয়োজনে পিডিজি লায়ন এমএ হাসান পিএমজেএফ প্রদত্ত কম্বল বৃহস্পতিবার সকালে শহরের জলেশ্বরীতলাস্থ টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ এর সাবেক গভর্নর ও দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক পিএমজেএফ মহোদয়। লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের আইপিপি, আরসি হেডকোয়ার্টার ও নিউ ভয়েস কো-অর্ডিনেটর লায়ন মোঃ আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসি হেডকোয়ার্টার লায়ন মঞ্জু কাদির, আরসি ক্লাবস লায়ন মুক্তার আলম এমজেএফ, জোন চেয়ারপারসন ক্লাবস রাকিব হোসেন, লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তকের প্রেসিডেন্ট লায়ন শাহজাহান আলী, লায়ন্স ক্লাব অব বগুড়া সিটির প্রেসিডেন্ট লায়ন নুরে আলম সিদ্দিকী, লায়ন্স ক্লাব বগুড়া তন্ময়ের সেক্রেটারি লায়ন সুলতান মাসুদ রানা পাপ্পু, লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের ভাইস প্রেসিডেন্ট লায়ন সাহান বারী, লায়ন তাজিন আহমেদ টিটো, সেক্রেটারি লায়ন রবিউল আলম অশ্রু, ট্রেজারার লায়ন খায়রুল আলম লাখিন, সদস্য লায়ন নজরুল ইসলাম, লায়ন হাফিজ মোহাম্মদ এজাজ, লায়ন মাহবুবুর রহমান, লায়ন ডাঃ শাহানুর, লায়ন মোজাফফর রহমান, লায়ন আবুল কালাম, লায়ন উম্মে হাবিবা, লায়ন জেবুন্নেছা, লায়ন ইশরাত জাহান, টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার ও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এবং লিও ক্লাব অব বগুড়া মহাস্থানের প্রেসিডেন্ট লিও রতন ইসলাম ও লিওবৃন্দ। অনুষ্ঠানে এসময় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি