নন্দীগ্রামে পুকুরে গভীর গর্ত করে আবাদী জমি ভরাট ও মাটি বিক্রির হিড়িক
বগুড়ার নন্দীগ্রামে রোপা আমন ধান কাটার পর কৃষি জমিতে ফের এস্কেভেটর সিন্ডিকেটের দৌরাত্ম্য শুরু হয়েছে। গত বছরের ন্যায় এবছরেও আবাদি জমিতে পুকুর খননের পাশাপাশি এবার পুকুর সংস্কারের নামে গভীর গর্ত করে মাটি বিক্রি করা হচ্ছে। এসব মাটি দিয়ে আবাদি জমি ভরাট করা হচ্ছে, ফলে ফসলি জমি কমছে। সরকারের নিয়মনীতি মানা হচ্ছে না।
এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনার পরও আবাদি জমিতে পুকুর খনন ও ভরাট বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা লক্ষ্য করা যায়নি। দুএক যায়গায় অভিযান চালালেও তা সামান্য মাত্র। মৎস্য চিকিৎসকরা বলছেন, পুকুরে গভীর গর্ত করায় মাছ চাষেও গুণতে হবে লোকসান। অন্যদিকে পুকুর খননের মাটি ভর্তি ট্রাক্টর চলাচল করায় সড়ক ও রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হচ্ছে।
উপজেলার কাথম গ্রামে প্রায় তিন বিঘার একটি পুকুর সংস্কারের নামে অপরিকল্পিতভাবে গভীর গর্ত করে মাটি বিক্রি করতে দেখা গেছে। সেসব মাটি ট্রাক্টর দিয়ে নেওয়া হচ্ছে আশপাশের বেশকয়েকটি আবাদি জমিতে। জানা যায়, কাথম গ্রামের বিদেশ ফেরত আশরাফুল ইসলাম ভুট্টো, কোনো ঠিকাদার ছারাই নিজেই এস্কেভেটর ভাড়া করে এনে ফসলি জমি ভরাট সহ ৫০০/৭০০ টাকা গাড়ি মাটি বিক্রয় করছে। মাটি বহনকারী গাড়ি চলাচল করায় নষ্ট হচ্ছে কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নির্মিত পাকা রাস্তা। পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ঝঁকিপূর্ন চলাচল।
গত(৬ ডিসেম্বর)আবাদি জমিতে পুকুরখননকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে আটক করে জেল ও এস্কেভেটরের ব্যাটারিসহ মাটি বহনকারী কয়েকটি ট্রাক্টরের চাবি জব্দ সহ এস্কেভেটর চালককে আটক করে একলাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। তারপরেও থেমে নেই পুকুর খনন কাজ।
অপরদিকে উপজেলার সিমলা ভবানীপুর গ্রামের ফজলু এস্কেভেটর ঠিকাদার সিংড়া উপজেলার নাহিদ হোসেনকে মাটি বিক্রি চুক্তিতে ৮বিঘা একটি পুকুর সংস্কার খননের কাজ নিয়েছেন। পুকুরটি আগে প্রায় সাত ফুট গর্ত ছিল। সেখানে খনন করে আরো প্রায় ১২ ফুট গর্ত করে মাটি বিক্রয় করছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আদনান বাবু বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। বিভিন্ন যায়গায় আভিযান চালানো হচ্ছে যদি কোথাও পুকুর সংস্কারের নামে গভীর গর্ত বা আবাদি জমিতে পুকুরখননের তথ্য আসে, তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং এই অভিযান অব্যাহত থাকবে।
যারা সরকারি বিধিবিধান না মেনে কৃষি জমিতে মাটি কাটার মহোৎসব গড়ে তুলেছে, তাদের মধ্যে কাদের, আকরাম, মজিদ, মিলন, জাহিদুল, এরা বেপরোয়া ভাবে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পকুর ভিত্তিক কন্টাকের মাধ্যামেখনন কাজ চালিয়ে যাচ্ছে, বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাদের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন সাধারন জনগন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: