বগুড়া শব্দকথন সাহিত্য আসরের বিজয় দিবস পালন
মহান বিজয় দিবস পালন করেছে বগুড়া শব্দকথন সাহিত্য আসর। দিবসটি পালনে সকাল ৮টায় বগুড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
পরে বগুড়া শহরের ঝাউতলাস্থ আদর্শ ছাপাঘরের দ্বিতীয় তলায় শব্দকথন সাহিত্য আসর এর অস্থায়ী কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা ও বিজয়ের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও বিজয়ের কবিতা পাঠে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম বাবু। কবিতা পাঠ করেন কবি জয়ন্ত দেব, কবি এইচ আলিম, কবি মাহাবুব টুটুল, কবি লুবনা জাহান, শাহাদৎ হোসেনসহ অন্যান্য কবিবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার