পোরশায় মহান বিজয় দিবস উদযাপন
নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে উপজেলার সারাইগাছি বাজারের বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় থানা অফিসার ইনচার্জ শাহ আলম সরদার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ