বগুড়ায় এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয় পর্যায়ে কাজ করা শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এবং ইয়েস বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে শহরের শহীদ খোকন পার্কে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে এনসিটিএফ বগুড়ার সভাপতি নাফিজ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালিহা ইসলামের সঞ্চালনায় শিশু একাডমী প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস তুলে ধরে বর্তমান প্রজন্মের সকলকে নিজেদের মাঝে দেশপ্রেম জাগ্রত করণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভায় শিশুদের পক্ষে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন এনসিটিএফ বগুড়ার সাবেক সভাপতি জুবাইর আহমাদ, সাবেক সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত নকশী, এনসিটিএফ বগুড়ার বর্তমান সহ-সভাপতি জান্নাতুন নাফিসা, যুগ্ম সা: সম্পাদক সাকিব খান, সাংগঠনিক সম্পাদক নূরে তাসনিম, শিশু গবেষক যথাক্রমে জাইমা আলম মারিয়াম ও রোকনুল ইসলাম, শিশু সাংবাদিক যথাক্রমে মেহেরুন্নেছা লামিয়া ও মুসফিকুর রহমান এবং শিশু সাংসদ যথাক্রমে তাহবিবা তাবাচ্ছুম ও মিরাব্বী হাসান। এছাড়াও ইয়েস বিডির পক্ষে শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নানা বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়। শিশুদের বিজয় দিবস উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়েস বাংলাদেশের জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন।

ষ্টাফ রিপোর্টার