বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় দিবস পালন
নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া। বিজয় দিবসে সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিকালে শহরের মুজিবমঞ্চে বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়, মতিয়ার রহমান, মির্জা
আহসানুল হক দুলাল, জাহেদুর রহমান মুক্তা, তাপসী দে, শাহাদৎ হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কদমতলী এক্যতান সাংস্কৃতিক সংসদ, প্রকাশ শৈলী, সুরের ছোঁয়া সঙ্গিত নিকেতন, গীতিচর্চা সঙ্গিতালয়, মন্দিরা সাংষ্কৃতিক পরিষদ, নাগানা সাংস্কৃতিক গোষ্ঠি।

ষ্টাফ রিপোর্টার