সাপাহারে মহান বিজয় দিবস উদযাপন
নওগাঁর সাপাহারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চ স্মৃতিস্তম্ভে অবস্থিত শহীদমিনারে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, দুপুরে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সমাবেশ ও সংবর্ধনা এবং জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসয় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সমাজসেবক উপস্থিত ছিলেন ।

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: