হিলি সীমান্তে মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একে অন্যকে মিষ্টি উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির হিলি ক্যাম্পের সুবেদার মাহবুব আলম ভারতের ৬১ ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্পের ইন্সপেক্টর সুরেজ চন্দ্রের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এসময় বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেয়া হয়।
সুবেদার মাহবুব আলম বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে তাদের মিষ্টি উপহার দিয়েছি, পাশাপাশি তারাও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

দিনাজপুর প্রতিনিধিঃ